Wellcome to National Portal
শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ফেব্রুয়ারি ২০১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তর

www.techedu.gov.bd

ভূমিকাঃ

কারিগরি শিক্ষা অধিদপ্তর ( DTE ) একটি সরকারী সংস্থা যাহা দেশের মানবসম্পদ উন্নয়নে ( এইচআরডি ) কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে কাজ করে।

পাঁচটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে 1960 সালে কারিগরি শিক্ষা অধিদপ্তর ( DTE ) প্রতিষ্ঠিত হয় । বর্তমানে এই সংখ্যা 128 এ পৌঁছেছে । সরকারি ছাড়াও  সরকারি সহায়তায় 1100 টি বেসরকারী এসএসসি (VOC), 500 টি এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা(BM)  কলেজ, 35 টি Basic Trade Link এবং 300 টি  ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সহায়তা দেশব্যাপি  চলমান রয়েছে। অত্র অধিদপ্তরের অধীনে প্রায় ছয় হাজার কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারী কাজ করছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তর সরকারী নীতিমালা এবং শিল্প ও জাতীয় পর্যায়ের ইনস্টিটিউট তথা সরকারের অন্যান্য বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে কারিগরি শিক্ষার গুনগতমান উন্নয়ন, আদর্শমান বৃদ্ধি এবং প্রযুক্তিগত শিক্ষার মান উন্নয়ন করে থাকে।

 

কারিগরি শিক্ষা অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়টি F-4/B, আগারগাঁও প্রশাসনিক এলাকা,শেরে-ই–বাংলা নগর, ঢাকা-1207 এ অবস্থিত। 

 

প্রোগ্রামসমূহ :
কারিগরি শিক্ষা অধিদপ্তর সারা দেশে স্বল্প ও দীর্ঘ মেয়াদি বিভিন্ন ধরণের কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ ( TVET) পরিচালনা করে থাকে।

 

স্নাতক পর্যায়ের প্রোগ্রামসমূহ :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ন্ত্রণে নিম্নবর্ণিত দুইটি প্রতিষ্ঠানে বি.এসসিডিগ্রি প্রোগ্রাম পরিচালিত হয় :

  • কারিগরি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়Ø( Technical Teachers Training College) 
  • বাংলাদেশ লেদার টেকনোলজি মহাবিদ্যালয়Ø( Bangladesh College of leather Technology)

 

এছাড়া সরকারী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়ন্ত্রণে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহে বিভিন্ন Technology তে বি.এসসি  ডিগ্রি দেওয়া হয় :

  • ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ
  • সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
  • ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ
  • বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ

 

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একাডেমিক তত্ত্বাবধানে ৪৯ টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ২৯ টি Technology-তেশিক্ষাদান করা হয় ।

 

টেকনোলজী সমূহঃ

  1. Civil Technology
  2. Mechanical Technology
  3. Electrical Technology
  4. Electronics Technology
  5. Computer Technology
  6. Electro-Medical Technology
  7. Environment Technology
  8. Mechatronics Technology
  9. Graphic Arts Technology
  10. Glass Technology
  11. Chemical Technology
  12. Food Technology
  13. Environmental Technology
  14. Instrumentation and process control
  15. Construction
  16. Telecommunication
  17. Power Technology
  18. Automobile Technology
  19. Refrigeration & Air Conditioning
  20. Surveying Technology
  21. Ceramic Technology
  22. Architecture and Interior Design Technology
  23. Civil (Wood) Technology
  24. Mining and Mine Survey Technology
  25. Garment Design and Pattern Making
  26. Computer Science and Technology
  27. Printing Technology
  28. Data Communication and Networking
  29. Graphic Design Technology

 

সার্টিফিকেট লেভেল প্রোগ্রাম

দেশের দক্ষ কর্মী সৃষ্টির লক্ষ্যে সার্টিফিকেট স্তরে (Basic Skill, NSS III, NSS II and NSS I) নিম্নলিখিত প্রতিষ্ঠানে সমূহ কাজ করে যাচ্ছেঃ

 

  • ৬৪ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৩১ টি  ট্রেডে  এসএসসি ( ভোকেশনাল) ও এইচএসসি ( ভোকেশনাল) প্রোগ্রাম চলমান রয়েছে।
  • ১০০ সরকারি টেকনিক্যাল স্কুলে ২২ টি ট্রেডে   এসএসসি ( ভোকেশনাল) প্রোগ্রাম প্রক্রিয়াধীন রয়েছে।
  • প্রায় ১১০০ বেসরকারী বিদ্যালয়ে বিভিন্ন ট্রেডে এসএসসি ( ভোকেশনাল) প্রোগ্রাম চলমান রয়েছে।

ট্রেড সমূহ :

  1. Agro Based Food
  2. General Electronics
  3. Automotive
  4. Building Maintenance
  5. Wood Working
  6. Civil Construction
  7. Computer & Information Technology
  8. Civil Drafting with CAD
  9. Mechanical Drafting with CAD
  10. Dress Making
  11. Dying Printing and Finishing
  12. Electrical Maintenance Works
  13. Farm Machinery
  14. Fish Culture and Breeding
  15. Food Processing and Preservation
  16. General Mechanics
  17. Livestock Rearing and Farming
  18. Machine Tools Operation
  19. Poultry Rearing and Farming
  20. Patient Care Technique
  21. General Electrical Works
  22. Plumbing and Pipe Fitting
  23. Refrigeration and Air-conditioning
  24. Glass & Ceramics
  25. Fruit and Vegetable Cultivation
  26. Weaving
  27. Welding  and Fabrication
  28. Architectural Drafting with Auto CAD
  29. Knitting
  30. Shrimp Culture and Breeding

 

এইচএসসি পর্যায়ে ৬০০টি বেসরকারী বিজনেস ম্যানেজমেন্ট ( বিএম ) কলেজে নিন্মবর্ণিত পাঁচটি ট্রেড চলমান রয়েছেঃ

১. একাউন্টিং

২. ব্যাংকিং

৩. কম্পিউটার অপারেশন

৪. বানিজ্যিক উন্নয়ন

৬. সাচিবিক বিজ্ঞান

  • ৩৫টি  সরকারী / বেসরকারী স্কুলে  নবম ও দশম শ্রেণির ঐচ্ছিক বিষয়ে বেসিক ট্রেড স্কুল লিংকেজ প্রোগ্রাম পরিচালিত হচ্ছে।
  • ৩০০ টি বেসরকারী প্রশিক্ষণ প্রতিষ্ঠান Para trades পরিচালনা করছে।

 

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon